সাদা পতাকা উড়িয়ে শান্তির আহ্বান ব্যবসায়ীদের

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৭:৫৩ পিএম

সোমবার রাত ও মঙ্গলবার দিনভর দফায় দফায় সংঘর্ষে𓂃র পর শান্তির আহ্বান জানিয়ে সাদা পতাকা উড়িয়েছেন নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা।

বুধবার (২০ এপ্রিল⛄) বিভিন্ন মার্কেটে সাদা পতাকা উত🎐্তোলন করেন তারা।

নিউমার্কেট ছাড়াও ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট ও ইসমাইল ম্যানশনের ছ🦩াদে কয়েকটি পতাকা উড়তে দেখা যায়।

নিউ মার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমু🍸দ জানান, ব্ꦿযবসায়ীরা প্রত্যেক মার্কেটে সাদা পতাকা উড়িয়েছেন।

এদিকে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, “আমাদের আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা সাদ✨া পতাকা উত্তোলন করেছেন।”

এর আগে সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিউ মার্কেটের ব্যবসা🐷য়ীদের সঙ্গে ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরদিন মঙ্গলবার নিউ মার্কেট ও ঢাকা কলেজ প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী এবং প্রায় অর্ধশত ব্যবসায়ী-কর্মচারী আহত হন। দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত🔯 হন। সংঘর্ষে গুরুতর আহত হওয়া কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলে মারা যান। ঢাকা কলেজের এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।