ডিআইজি মিজানের জামিন স্থগিত চায় দুদক

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১১:০১ এএম

ঘুষ লেনদেনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে 🎐দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এও আবেদন করে দুদক। চেম্বার আদালতে জামিন আবেদন স্থগিতের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ১৩ এপ্রিল 🍌ঘুষ লেনদেন মামলায় ডিআইজি মিজানকে জামিন দেয় হাইকোর্ট। 

একই দিন মানি লন্ডারিং মামলায় দুদকের এনামুল বাছিরের ৮০ লাখ 🤪টাকা জরিমানার সাজা স্থগিত করে হাইকোর্ট। সেই সঙ্গে বিচারপতি মোস্তাফিজুর রহমান꧅ের একক বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে ।

গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে ও বাছিরকে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারജায় বাছিরকে ৫ বছর কারাদণ্ড এবং ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পর𒁃িচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেন। ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এ মামলা করা হয়। ২০২০ সালের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।