রিজেন্টের সাহেদের বিচার শুরু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৫:১৭ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদඣালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো💮।

রোববার🤪 (১৭ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলাম আসামির বিরুদ্ধে এ অভিযোগ গঠন🍸 করেন। এদিন আসামি সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

এদিকে সাহেদকে নির্দোষ দাবি করে তার আ⭕ইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদক অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

দু🧸দকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গ🍨ীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর দুদক ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে🎀 নোটিশ দিয়েছিল। নির্ধারিত সময়ে তিনি তা জমা না দেওয়ায় তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর তার বিরুদ্ধে চলতি বছরের ১ জানুয়ারি মামলা করে দুদক। এরপর গত বছরের ২৯ ডিসেম্বর দুদক চার্জশিট অনুমোদন দেয়।