শীতলক্ষ্যায় লঞ্চডুবি : বিআইডব্লিউটিএ‍‍`র হটলাইন চালু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে এম এল আফসার উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত এক শিশুস🌠হ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ মার্চ) 🅰দুপুর আড়াইটার দিকে ঘটা ওই দুর্ঘটনার পর কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিতꦍ অভিযানে ছয় মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে লঞ্চডুবির ঘটনায় জরুরি যোগাযোগ রক্ষার্থে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে কন্ট্র❀োল꧒ রুম খোলা হয়েছে।

যেকোনো প্রয়োজনে হটলাইন নং -১৬১🌞১৩, টেলিফোন +৮৮২২২৩৩৫২৩০৬ ও মোবাইল ফোন +৮৮০১৯৫৮৬৫৮২১৩ নম্বরে যোগ𝔍াযোগ করতে বলা হয়েছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসি𒐪ম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর অভিযানে চালিয়ে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ ༺উদ্ধার করা হয়েছে।