ভাসমানদের জনসনের টিকা দিচ্ছে সরকার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৫:৪৭ পিএম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে ভাসমানদের জনসনের টিকা দিচ্ছে꧟ সরকার। 

রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুরে ছিন্নমূলদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচা♐লক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ🍷 আলম টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

খুরশিদ আলম বলেন, “আপাতত কমলা𝓀পুরে ভাসমানদের টিকাদান করা হলেও পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকায় এবং পরবর্তীতে সার✤া দেশে ভাসমানদের টিকা দেওয়া হবে।”

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “ভাসমানদের সবাইকে জনসন অ্যান্ড জনসনের এক ড⭕োজ করে টিকা দেওয়া হবে। ছিন্নমূলদের পাশাপাশি বর্তমানে মাদ্রাসা শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্💯ছে।”

এছাড়া ৭ অক্টোবর পর্যন্ত ৭৪৫ জন ছিন্নমূলকে টিকা দে🔜ওয়া হয়। তাদের ꦐমধ্যে পুরুষ ৪০৫ জন ও নারী ৩৪০ জন।

স্বাস্থ্য অধিদ🎃ফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুরর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া ৭০০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।