মঙ্গলবার থেকে শারজাহ রুটে বিমানের ফ্লাইট

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৪:১২ পিএম
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে আগামী ২৫ জানুয়ারি (মঙ্গলবার) থেকে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্র✤ীদের সুবিধার্থে ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়া আজ বিকেল ৩টা থে🙈কে এই রুটে♕র টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকারের সই করা এক সংবাদ 🥃বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৫১ সপ্তাহে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ছেড়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত সোয়া ২টায়। ফ্লাইট বিজি১৫২ সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় এবং চট্টগ্রাম থেকে সকাল পৌনে ১২টায় ছেড়ে এসে ঢাকায় পৌ🅷ঁছাবে দুপুর সাড়ে ১২টায়।

এতে আরও বলা হয়, যাত্রীরা আজ বিকেল ৩টা থেকে বিমানের যেকোনো সেলস অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার: মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, ব🅰িমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

এছাড়াও যাত্রীদে♔র ফ্লাইট ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সব কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহ𝓀জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।