কোরবানি পশুর বর্জ্য অপসারণ

ঢাকার দক্ষিণে থাকবে ১০টি টিম

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ১২:১৫ পিএম

পশু কোরবানির পর বর্জ্য অপসারণে ব🃏্যস্ত হয়ে যায় পুরো রাজধানী। জেলা-উপজেলাতেও পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমে যান কর্মীরা।

এই বছর পশুর বর্জ্য অপসারণ তদারকিতে ১০টি টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডি🐻এসসিসি)। সেই সঙ্গে করপোরেশনের শীতলক্ষ্যা হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) নগর ভবন থেকেꦗ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে♛ বলা হয়, ২১ জুলাই🌳 দুপুর ২টা থেকে ২৪ জুলাই দুপুর ২টা পর্যন্ত এলাকা ও পশুর হাটগুলোর বর্জ্য অপসারণের কাজ করবে। নিয়মিত ৫ হাজার কর্মীর পাশাপাশি অতিরিক্ত আরও ৫ হাজার কর্মী কোরবানির পশুর বর্জ্য অপসারণে নিযুক্ত থাকবে।

পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে প্🐽রায় ৩০ টন ব্লিচিং পাউডার ও ১ হাজার ৮০০ লিটার তরল জ🐻ীবাণুনাশক ছিটানো হবে।

বর্জ্য অপসারণে ৯০টি খোলা ট্রাক,🉐 ৫৩টি কম্পেক্টর, ১২টি পানির গাড়ি, ১০২টি ডাম্প ট্রাক, ১৪টি পে-লোডার, ৮১টি কনটেইনার ক্যারিয়ার, ৯টি টায়ার ডোজার, ২টি ট্রেইলার, ৯টি স্কিড লোডারসহ প্রায় পৌনে ৪০০ যান-যন্ত্রপাতি মাঠপর্যায়ে নিযুক্ত থাকবে।

দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা নাগরিকরা নিজ এলাকায় সৃষ্ট বর্জ্য সম্পর্কিত তথ্যাদি পাঠানো বা পশুর বর্জ্য অপসারণের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯🍎৯০০৮৮৮ নম্বরে ফোন করে জানাতে পারবেন।