হাজারীবাগে দুই যুবক গুলিবিদ্ধ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০২:৩৯ পিএম

রাজধানীর হাজারীবাগে রিকশার গ্যারেজের জায়গা দখল করাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাস💯পাতালের জরুরি বিভাগে আনা হয়।

শনিবার (৮ জানুয়✃ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন 🏅মো. আরিফ (৩৫) এবং খোকন (৩৩)। 

গুলিবিদ্ধ আরিফ বলেন, “আমরা ১০-১২ জন ওই জায়গা ভাড়া নিয়ে রিকশার গ্যারেজ করেছি। আমাদের এখান থেকে চলে যাওয়ার জন্য বলে ব্ꦅ♏রাদার্স মাসুদ এবং নজরুল। এ সময় আমরা তাদের কাছে কয়েক দিনের সময় চাই। তারা সময় না দিয়ে আজকে আমাদের গ্যারেজে এসে আমাদের মালামাল রিকশা বের করে দেয়। আমরা বাধা দিলে ব্রাদার্স মাসুদ, নজরুল, বাদশা, বাবু ও কামাল পিস্তল দিয়ে আমাকে ও খোকনকে গুলি করে। আমার বাঁ পায়ে গুলি লেগেছে এবং খোকনের পেটে লেগেছে।”

এছাড়া আরও ৩✱০-৪০ জন লোক তাদের সঙ্গে এসেছিল বলে জানান আহত ওই যুবক।

হাজারী𒊎বাগ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, “আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসেছি। গুলিবিদ্ধ আরিফ ও খোকনের সঙ্গে কথা বলেছি।&r☂dquo;

এছাড়া পুরো বিষয় জানার পরে আপনাদের জানানো হবে বলে জানান তিনি।