খালেদা বিদেশ যেতে পারবেন না : আইনমন্ত্রী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আন♋িসুল হক বলেছেন, “খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছ🐽ে। তিনি বাসায় চিকিৎসা নেবেন, বিদেশ যেতে পারবেন না।”

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ওভারসিস করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) আয়োজিত ‘ওকাব টক’ অনুষ্ঠানে তিন🍬ি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, “সরকার কোনো কাজই আইনের বাইরে করতে পারে না। সরকারের কিছু করার থাকলে, সেটাকে আইনের ধারায় এনে কাজটি করতে হয়। খালেদা জিয়ার আত্মীয়-স্বজন একটা আবেদন করেছিলেন। সেখানে কোনো ধারা দেননি। তারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কোনো ধারা দেয়নি তখন। ফৌজদারি আইনের ৪০১ ধারায় ওনার য🃏ে দণ্ডাদেশ সেটা স্থগিত রেখে মুক্তি দিতে পারে, সেই প্রবিশন আছে। এখন ৪০১ ধারায় যেটা আছে, সেটা হলো শর্তযুক্ত অথবা শর্তমুক্ত।”

এ সময় আবেদনের কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, &ldq🌠uo;তারা যে আবেদন দিয়েছিলেন, সেটিকে গণ্য করে সরকার নির্বাহী আদেশে তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর🐻্তযুক্ত মুক্তি দিয়েছে। তিনি বাসায় চিকিৎসা নেবেন, কিন্তু বিদেশ যেতে পারবেন না।”

এই ওকাব টক অনুষ্ঠানে ঢাকা রিপোর্ট⛄ার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।