দেশের সব নৌযানে রাডার স্থাপনের সুপারিশ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

দেশের প্রত্যেক ♔নৌযানে রাডার স্থাপন, নেভিগেটরদে❀র প্রশিক্ষণ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভব🤪নে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ 🐓মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মাজহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃর্পক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকাণ্ড পরিচালনার সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় 🎃বৈঠক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটি অভ্যন্তরীণ নৌ-রুটগুলোতে ড্রেজিং কার্যক্রমে জনবল ও আনুষঙ্গিক🐟 বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

এছাড়া বৈঠকে পাটুরিয়া-দৌলতদিয়া-মা🌠ওয়া-আরিচা ঘাটে লাইট হ🦄াউজ স্থাপনের সুপারিশ করা হয়েছে। নদীদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- নৌ পরিবহন মন্ত্রণা🐻লয়ের সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।