বিস্ফোরণে দগ্ধ দুই শিশুর মৃত্যু, বাবা-মা আইসিউইতে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১০:৫২ এএম

মুন্সিগঞ্জের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ দুই 👍ভাই-বোন মারা গেছে। অন্যদিকে তাদের বাবা-মা আশঙ্কাজনক অবস্🎀থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে তাদের মৃত্যু হয়। মৃত দুই ভাই-বোন হলো ইয়াছিন (৫) ও নোহর (৩)। 🌺;

আইসিউইতে রয়েছেন দুই শিশুর বাবা-মা কাউছার (৩৬) ও শান্তা (২৩)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন🔯 কর্তব্যরত চিকিৎসকরা।

🦩মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 𝓰(ওসি তদন্ত) রাজিব খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজিব খান জানান, দগ্ধ দুইꦇ শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হসಞ্তান্তর করা হবে। শিশুর বাবা কাউছার ও মা শান্তার অবস্থাও আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার🦋্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ইয়াছিনের শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তার বোন নোহরের শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে বৃহস্পতিবার𒅌🧜 (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটে। এতে অগ্নিদগ্ধ হন কাওছার, তার স্ত্রী শান্তা এবং তাদের দুই শিশু ইয়াছিন, নোহর।