ঢাবির মসজিদ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:৫২ পিএম
জাতীয় বিপ্লবী পরিষদের মিছিল। ছবি : সংগৃহীত

নতুন ধার🧔ার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। এটি চব্বিশের 🦋গণ-অভ্যুত্থানে জড়িত ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ 🙈থেকে আত্মপ্রকাশ করে দল꧂টি।

দলটির সঙ্গে যুক্তরা, ফ্যাসিবাদ বিলোপের দাবি পূরণ না হলে ২০২৫ সালে নতুন করে গণ-অভ্যুত্থান করা হবে। ফ্যা𒊎সিবাদ বিলোপ করে নতুন সংবিধান প্রণয়নের জন্য সবার আগে আন্দোলন গড়ে তুলতে হবে।

পরে জুলাই গণহত্যায় শহীদ নাইমা আক্তারের মা আইনুন নাহার ও দলটির সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউ𝐆র রহমান নেতৃত্বে নেতাকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন।

এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ক্ষমতা না জনতা♊, জনতা জনতা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধানসহ নানা স্লোগান দেন।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিওপ্ত🦋 সমাবেশের মাধ্যমে শেষ হয়।

[107014]

এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের ꦇনেতা জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আক্তার, আবদুস সালাম, হাসান আরিফ, সাইয়েদ কুতুব, ইঞ্জিনিয়ার ইমামুল হকꦑ, ডা. জহিরুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম, ইমাম সাদিক আদনান, জয়নাল আবেদিন, আহমেদ মোফাচ্ছের, কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।