কেমন আছেন প্রশ্নে পলক বললেন ‘বোবা হয়ে আছি, বোবা’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৩০ পিএম

আওয়ামী লীগ 𒁃সরকারের সাবেক তথ্য ও যোগা😼যোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে হাজিরা শেষে তিনি প্রিজন ভ্যানে উঠলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন- কেমন আছেন? জবাবে পলক বলেন, ‘দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ ঘ♈টনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, প🙈্রিজনভ্যানটি ছেড়ে যাওয়ার সময় ভেন্টিলেটর দিয়ে ব🌞াইরে উঁকি দেন পলক। এ সময় কয়েকজন তাকে উদ্দেশ করে বলেন, “পলক ভাই ইন্টারনেট আছে।” এ প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন- “আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকলেই ভালো”।

এ সময় সাবেক প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রশ্ন করেন- “আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা।” তারপর পলকসহ আরও কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে꧋ পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়।

এর আগে এদিন জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী✱ জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মূলত, ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারিꦇ পরোয়ানা জারিཧ করে ট্রাইব্যুনাল।

এরপর গত ২৭ অক্টোবর 🎶আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রা⭕ইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।