বর্ষাকালে পোশাকে স্যাতস্যাতে ভাব চলে আসে। ধোয়া কাপড়ও সহজে শুকায় না। বৃষ𒉰্টি হলে বাইরে রোদ দেওয়ারও সুযোগ হয় না। তাছাড়া এই মৌসুমে কাপড় আলমারিতে থাকলেও ছত্রাক পড়ে যায়। কাপড়েও সাদা স🐻াদা দাগ হয়। যা থেকে দুর্গন্ধও হয়।
বর্ষা মৌসুমে ঘরের অন্যান্য জিনিসের মতো পোশাকেরও যত্ন নিতে হবে। বিশেষ করে আলমারিতে থাকা কাপড়গুলোর প্রতি বাড়তি যত্ন প্রয়োজন হয়। নয়তো 🌃দামী কাপড়ও নষ্ট হয়ে যায় দ্রুত। তাছাড়া কাপড় ভালো করে শুকানো, এটিকে পরিপাটি করে রাখা এবং অন্য কাপড়গুলোকে গুছিয়ে রাখার কাজগুলোও করতে হয় বর্ষা মৌসুমে। দীর্ঘসময় কাপড়ে নতুনের ভাব রাখতে এখনই যত্নবান হোন।
🔴বর্ষা মৌসুমে পোশাক ভালো রাখতে এবং ছত্রাক সংক্রমণ দূর করতে যে কাজগুলো করতে হবে চলুন জেনে নেই এই আয়োজনে_
কাপড় ধোয়ার ক্ষেত্রে যত্নবান হোন। কাপড়ে সাদা সাদা দাগ পড়ে যাওয়া থেকে রেহাই পেতে ভালো ভাবে পরিস্কার করা জরুরি। কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে নিন। তা দিয়ে জামাকাপড় ভিজিয়ে রাখুন। আধঘণ্টা পর ধুয়ে নিন। ছত্রাক দূর করতে এই পদ্ধতি বেশ কার্যকর।
একসঙ্গে অনেক কাপড় জমাবেন না। প্রতিদিন কাপড় ধুয়ে ফেলুন। ঝুড়িতে অনেক কাপড় জমলে এক কাপড় থেকে অন্য কাপড়ে দুর্গন্ধ ছড়ায়। এমনকি বেশি ময়লা কাপড় থেকে অল্প ময়লা কাপড়ে সংক্রমণ ছড়াতে পারে। তাই প্রতিদিনের ব্যবহৃত কাপড় প্রতিদিনই ধুয়ে নিন।
ওয়াশিং মেশিনেও একসঙ্গে অনেক কাপড় দিয়ে ধোবেন না। বেশি ময়লা কাপড়গুলো আলাদা করে ধুয়ে নিন। তাছাড়া ওয়াশিং মেশিনে কাপড় পুরোপুরি শুকায় না। তাই ধোয়ার পর কাপড়গুলে বাতাসে কিংবা রোদে মেলে রাখুন।
বর্ষা মৌসুমে রোদের দেখা মিলে। বৃষ্টি কম হলে রোদের তীব্রতা বেশি থাকে। সেই সুযোগে আলমারির কাপড়গুলো বের করে রোদে দিন। উল্টো পিঠে রোদে দিবেন। যেন কাপড়ের রং নষ্ট না হয়। খেয়াল রাখুন, আকাশ মেঘলা হলেই কাপড় সরিয়ে নিতে হবে। কোনওভাবেই যেন বৃষ্টির পানি কাপড়ে না লাগে।
বর্ষাকালে কাপড়ে আর্দ্রতা বজায় রাখতে ন্যাপথলিন ব্যবহার করুন। আলমারির কাপড়ে ন্যাপথলিন দিয়ে রাখলে দুর্গন্ধ অনেকটাই কম হবে।
বর্ষা মৌসুমে যে পোশাকটি পরছেন তা না ধুয়ে আলমারিতে তুলবেন না। এতে অন্যান্য কাপড়ে দুর্গন্ধ বাড়বে। এমনকি ছত্রাক ছড়িয়ে পড়তে পারে। তাই প্রতিদিন ব্যবহারের পর পোশাক ধুয়ে ভালোভাবে শুকিয়েই আলমারিতে তুলুন।