নাইজারে স্কুলে অগ্নিকাণ্ডে ২৫ শিশু নিহত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৯:২১ এএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি স্কুলে আগ🌠ুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হবে বলে জানায় স্থানীয় পুলিশ।

বিবিসি জানায়, স্থানীয় সমꩲয় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের মারাদিতে এ ঘটনা ঘটে। সকালে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর কিছুক্ষণ পরই আগুন লাগে। এতে তিনটি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখন🌺ো কিছু জানা যায়নি।

শহরটির মꦿেয়র চাইবো আবৌবাকার জানান, বিদ্যালয়টি খড়ের তৈরি&nbsp𒊎;ছিল। স্কুলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানান, আগুন লাগার পর বেশ কয়েকজনের মরদেহ স্কুল ;থেকে বের করা হয়। কয়েকজনে𒉰র অবস্থা এখনো&🌸nbsp;আশঙ্কাজনক।

দেশটির অধিকাংশ বিদ্যালয়ের শ্রেণিকক্ষই🐼 কাঠ, খড় দিয়ে তৈরি। এতে প্রায়ই আগুনের ঘটনা ঘটে। চলতি বছরের শুরুর দিকেও নাইজারের রা💫জধানী নিয়ামিতে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়।