হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৪

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:৩০ এএম

হাইতিতে ভয়াবহ ট্যাংকার ট্র💟াক🌠 বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

এএফপি জানায়, ক্ষতিগ্রস্ত ট্রাক থে💃কে নির্গত হওয়া জ্বালানি উদ্ধারের চেষ্টা করার সম🙈য় এ বিস্ফোরণ ঘটে। আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে মিরাগোয়ানের সেন্ট থেরেসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাইতির প্রধানমন্ত্র𝓀ী গ্যারি কনিল এরইমধ্যে দুর্ঘটনাকবলিত জায়গা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, কিছু গুরুতর𝓰 আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্যা🀅রি কনিল আরও বলেন, “যা দেখলাম, এটি ভয়ঙ্কর দৃশ্য। উদ্ধারকারী দল গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে কাজ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এবং তাদের প🤪রিবারের জন্য সরকারী সহায়তার করা হবে।”