২০ মাস পর সরানো হলো থার্মাল ক্যামেরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১১:০৫ এএম

দীর্ঘ ২০ মাস পর মক্কার হারাম শরিফ এব🌠ং মদিনায় মসজিদে নববী থেকে ꦜসরানো হলো থার্মাল ক্যামেরা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, মক্কায় যাওয়া মুসল্লিদের শরীরের তাপমাত্রা সার্বক্ষণিক পরিমাপ করা হতো। এর জন্য মক্কার হারাম শরিফ ও মদিনার মসজিদে নববীর মূল গে💮টে থার্মাল ক্যামেরা বসানো হয়। সৌদিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সেই থার্মাল ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে মসজিদুল হারাম ও মদিꩵনায় মসজিদে নববীতে সামাজিক দূরত্বও তুলে নেওয়া হয়। অধিক মুসল্লি একই সঙ্গে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ের সুযোগ পান। এছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়।

করোনা মহামারিতে কঠোর অবস্থানে ছিল সৌদি আরব। বিদেশিদের জন্য ওমরাহ ও হজ পালন স্থগিত করা হয়। সেই সঙ্গে টিকা গ্রহণও বাধ্যতামূলক করা হয়। মুসল্লিদের নিরাপত্তায় সর্বক্ষণ সচেতন🌼 ছিল দেশটির সরকার। ইতোমধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধও শিথিল করার সিদ্ধান্ত হয়।