ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ২৪

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৩:৫৫ পিএম

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ কারাবন্দী নিহত হয়েছেন। আহত হয়েছেনꦫ আরও অ💯ন্তত ৪৮ জন।

স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানায় ইকুয়েডর সরকার। হতাহতের তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল ব্যুরো অব প্রিজনস। চল𒁏তি বছরের মধ্যে এটি ইকুয়েডরের কারাগারে তৃতীয় দাঙ্গার ঘটনা।

রয়টার্স জানায়, গুয়ায়াস প্রদেশের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে সাম্প্রতিক মাসগুলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার🌱াবন্দীদের কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে।

কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া কারাগারের ভেতর পুলিশ ও বাইরে পাহারার জন্য সেনা ꦺমোতায়েন করা হয়েছে। এ মুহূর্তে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল আছে বলে টুইট করে জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো।

এর আগে গুয়ায়েকুইলের কারাগার থেকে বন্দুক, গুলি, গ্রেনেড, বিস্ফোরকসহ বিপুল অস্ত্র উদ🌜্ধার করে পুলিশ। দুই সপ্তাহ আগে গুয়ায়েকুইলের আরেকটি কারাগারে ড্রোন হামলা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।