আবারও পুড়ছে আমাজন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ১২:৩০ পিএম

তৃতীয়বারের মতো ভয়াবহ 🦩দাবানলে পুড়ছে আমাজন।আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে আগুন।নতুন করে সৃষ্টি হওয়া এই দাবানলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবেশবাদীরা।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিভিনꦇ্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন সমালোচকেরা। অগ্নিকাণ্ডে ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

সমালোচকেরা বলছেন, সৃষ্ট দাবানলের কারণ হিসেবে সেনাবাহিনীর ক্যাম෴্প স্থানান্তর, কৃষি সম্প্রসারণ আর একের পর এক উন্নয়ন কার্যক্রমই দায়ী।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর ক্ষমতায় থাকা অবস্থায় পরপর তিন বছর তৃতীয়বারের এই দাবানলের ঘটনা ঘটল। এতে রেকর্ডসংখ্যক একর বনাঞ্চল ধ্বংস হলো। বছরে দক্ষিণ আমাজনে বনের বড় অংশ উজাড় হয়ে যাচ্ছে। লাখ লাখ প্রাণী বিলুপ্ত হয়ে যা⛦চ্ছে।

এমন অবস্থার দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করছেন পরি💫বেশবিদꦉরা। অন্য়থায় পরিবেশ বিপর্যয়ের বড় ঝুঁকি থাকছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।