ভারতে একদিন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে : কলকাতার মেয়র

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৫:১৪ পিএম

ভারতে একদিন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি করপোরেশনের মেয়র ফিরহাদ 🌠হাকিম। এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, “শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।”

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তানಞ টাইমস। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, “বাংলায় তো আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু হিসেবে🦹 বিবেচনা করি না।”

কলকাতার মেয়র আরও বলেন, “আমরা ভাবি যে আমাদের ওপ𒁃রে যদি আল্লাহর রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে থাকে, তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নি💝জেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি, তাহলে সেটা আল্লাহর কৃপা হবে।”

ফিরহাদ বলেছেন, “আজও কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট- হাতেগোনা কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিচারপতি আছেন। কারণটা কী? কারণ এতদিন আমাদের সেটার যোগ্য করে তোলা হয়নি। যেখানে আমরা দাঁড়িয়ে বিচার♉ দিতে পারি।”

ফিরহাদ হাকিমের এই বক্তব্য ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেয়া এবং বিপজ্জনক এজেꦆন্ডা প্রচারের’ অভিযোগ এনেছে💟।