ইরানের আন্দোলনে নিহত বেড়ে ১৩৩

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৩:৪৬ পিএম

হিজাব ইস্যু🐟তে নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ক🥂্রমেই সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে। রাস্তায় নেমে, আগুন জ্বেলে, হিজাব পুড়িয়ে, চুল কেটে নানাভাবে প্রতিবাদ জানাচ্ছেন ইরানের নারীরা। বিবিসি জানায়, এখন পর্যন্ত ইরানের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

আন্দোলনকারীদের ওপর কঠোর হওয়ার൩ ঘোষণা দিয়েছে ইরান সরকার। তবে সরকার যতই কঠোর হচ্ছে আন্দোলনও তত তীব্র হচ্ছে। আন্দোলনে যুক্ত হচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

রোববার (২ ဣঅক্টোবর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তখন আন্দোলনকারীদেಌর ওপর গুলি চালানো হয়েছেও বলে জানা যায়।

নরওয়েভিত্তিক ইরান মানবাধিকার স𝕴ংস্থা জানিয়েছে, পুরো ইরানজুড়ে এখন পর্যন্ত আন্দোলনে মারা🌃 গেছে ১৩৩ জন।

ইরান বলছে এই আন্দোলনে মদদ জোগাচ্ছে ইরানের বহিঃশত্রুরা। তাই আন্দোলনকারীদের ওপর আরও কঠোর꧅ হবে ইরান সরকার।

ইতোমধ্যে এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়ে হাজারো মানুষ ☂নিজ নিজ অঞ্চলে প্রতিবাদে অংশ নিয়েছেন।

রোম, জুরিখ, প্যারিস, লন্ডন, সিওল, ওকল্যান্ড এবং আমেরিকায় বসবাসরত ইরান প্রবাসীরা আন্দোলনে🃏 সংহতি জানিয়েছেন। সেখানে অংশ নিচ্ছেন স্থানীয়রাও। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরান প্রবাসীরা হোয়াইট হাউসের সামনে অবস্থান নেন এবং ব্যানার, ফেস্টুন, মোমবা♛তি প্রজ্জ্বলন এবং স্লোগান দিয়ে প্রতিবাদে অংশ নেন।