কানাডায় হ্যারিকেন ফিওনার তাণ্ডব, ৮ জনের মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৭:৩৪ পিএম

প্রবল শক্তি নিয়ে কানাডার স্কটি🐟য়া উপকূলে আঘাত হেনেছে হ্যারিকেন ফিওনা। বিবিসি জ🍌ানায়, নোভা স্কটিয়া ও প্রিন্স এডওয়ার্ড দ্বীপে ১৪৮ কিলোমিটার বেগে বাতাস বইছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণের ফলে বিদ্যুৎ বিছিন্ন হয়ে গেছে অনেক এলাকা। প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎ সংকটে আছেন। ফিওনার প্রভাবে মারা গেছেন ৮ ꦍজন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক বক্তব্যে বলেন, “এই দুর্য♒োগ খুবই ভয়াবহ হবে। আমরা চাই সবাই নিরাপদে থাকুন। আপনারা স্থানীয় কর্ত🌼ৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।”

আঞ্চলিক প♚ৌরসভার এক মেয়র বলেন, “এর আগেও আমরা এমন পরিস্থিতির মোকাবিলা করেছি, তবে সেগুলোর ব্যাপ্তি এতোটা ছিল না। এর তাৎক্ষণিক প্রভাব হবে𒉰 ভয়াবহ।”

কানাডার হ্যারিকেন সেন্টার জানিয়েছে এই দুর্যোগ ইতিহাসের সবচেয়ে চরম রূপ নিতে পারে। ফলে বন্যা অনিবার্য। সেই সাথে থাকব🦩ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা। 

দেশটির পশ্চিমাঞ্চলে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাই আকস্মিক বন্যায় প্রচুর♉ ক্ষয়ক্ষতির আশঙ্কাও আছে।