ইতালির সংসদ নির্বাচন ২৫ সেপ্টেম্বর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৫:৪৯ পিএম

রোববার ( ২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির সংসদীয় নির্বাচন। আল-জাজিরা জানায়, এরই মধ্যে প্রচারা🥂ভিযান শেষ করেছেন রাজনৈতিক নে꧙তারা। স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রচারণা বন্ধে নির্দেশনা জারি করা হয়।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপে দেখা যায় এবারের নির্বাচনে ডানপন্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশ𒁃ি। ব্রাদার্স অব ইতালি দলের প্রধান জর্জিয়া মেলোনি এগিয়ে আছেন নির্বাচনী দৌড়ে। তার প্রতিদ্বন্দ্বী জিউসেপ কন্তে সমর্থকদের বলেছেন এই নির্বাচনের তাৎপর্য গভীর।

২০১৮ সালে চতুর্থ মেয়াদে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেলোনি তাকে অভিনন্দন জানিয়েছিলেন। তবে কে রাশিয়ার পক্ষে বা বিপক্ষে তার থেকেও গুরুত🃏্বপূর্ণ দ্রব্য ও জ্বালানির মূল্য নি♏য়ন্ত্রণে রাখার ইস্যুটি। ভোটাররা এটিকেই প্রধান্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।

মেলোনির প্রতিদ্বন্দ্বীরা ব🔯লেছেন জর্জিয়া মেলোনি জয় পেলে সবচেয়ে বেশি খুশি হবেন, ডꦫোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং ইউরোপের ভিক্টর অরবান।