ইউক্রেনের চার শহরে রাশিয়ায় যোগদানের প্রশ্নে গণভোট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০১:৪২ পিএম

রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোটের জন্য ইউক্রেনের চার শহরে বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছে সশস্ত্র সৈন্যরা। বিবিꦚসি জানায়, লুহানস্ক, ডোনেটস্ক, খেরসন ও জাপোরিঝিয়াতে রুশ সমর্থিত কর্মকর্তারাꩲ এই কার্যক্রমে অংশ নিয়েছেন।

বর্তমানে দেশটির পূর্ব ও দক্ষিণ অংশের এই চার অঞ্চল আংশিক বা সম্পূর্ণরূপে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে জি সেভেন জোটের দেশ𝓡গুলো পাঁচ দিন ধরে চলা এই কার্যক্রমকে ‘জাল ভোট’ আখ্যা দিয়ে নিন্দা করেছে।

রুশ সরকারের নির্দেশে শুক্রবার এই গণভোট ভোট শুরু 🌄হয়। এবংꦐ আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়। আর জি সেভেন জোট দাবি করছে, রুশ সামররিক বাহিনী জনগণকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করছে।

অন্যদিকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সাত মাস পূর্ণ হচ্ছে শনিবার। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশক্রমে অন্তত ৩ লাখ অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে দেশটিতে।

তবে বিবিসি বলছে, যুদ্ধে যো⛎গদান এড়াতে রাশিয়ার অনেক পুরুষ লোক দেশ ছেড়ে পালিয়♎ে যেতে শুরু করেছেন।