বিক্ষোভকারীদের প্রতি ইরানের সেনাবাহিনীর হুমকি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৫:৩৪ পিএম

ইরানের চলমান বিক্ষোভ প্রশমিত না হওয়ায় কঠোর অব🐼স্থানে যাওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী। টানা সাত দিন ধরে চলা আন্দোলন নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে সংস্থাটি।

চলমান আন্দোলনকে দেশের ইসলামিক শাসনব্যস্থাকে নস্যাৎ করার চক্রান্ত উল্লেখ করে ইরানের সেনাবাহিনী বল🍸েছে, “যদি অবিলম্বে এই বিক্ষোভ বন্ধ না হয়, তবে শত্রুদের মোকাবিলা করতে মাঠে নামতে বাধ্য হবে সেনাসদস্যরা।”

সম্প্রতি ইরানে ‘সঠিকভাবে’ 💎হিজাব না পরার অভিযোগে আটক হওয়ার পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে ঘিরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ১৩ সেপ্টেম্ব൩র ইরানের নৈতিক পুলিশ মাশা আমিনি নামের ওই তরুণীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করার তিন দিন পর তিনি মারা যান।

আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হও🔯য়া বিক্ষোভ ইতোমধ্যে ইরানের ৮০টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে 𝔍অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

আরও সংবাদ