৬.৯ মাত্রার ভূমিকম্পের পর তাইওয়ানে সুনামির আতঙ্ক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৬:১২ পিএম

𝓰একদিনের ব্যবধানে তাইওয়ানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ꦐরোববার (১৮ সেপ্টেম্বর) দ্বীপটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬.৯ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।

রয়♔টার্স জানায়, ভূমিকম্পে এরই মধ্যে ক্ষয়ক্ষতির ক💝িছু খবর পাওয়া গেছে এবং অঞ্চলটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া ব্যুরো জানায়🍒, ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইতুং কাউন্টিতে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়ও একই এলাকায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস💯) বলছে, তাইওয়ানে রোববারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। আর ভূপৃষ্ঠ থেকে এর কেন্দ্র ছিল ১০ ಞকিলোমিটার গভীরে।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র🃏 জানায়, তাইওয়ানের উপকূল বরাবর ভূমিকম্পের উপকেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানার শঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর জাপানের ওকিনাওয়ায় ১ মিটা🐬র উচ্🌳চতার সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

 

আরও সংবাদ