জাপানে আঘাত হানতে পারে টাইফুন ‘নানমাডল’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০২:৩১ পিএম

রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের উপকূলে আঘাত হানতে পারে সুপার টাইফুন নানꦗমাডল। এরই মধ্যে প্রায় ২৭০ কিলোমিটার প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছে।

শক্তিশালী এ দুর্যোগের পূর্বাভাস  পেয়ে ইতোমধ্যে ৪০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা♏ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৭ সেপ্টেম্বর) টাইফুনটির নামকরণ করা হয়।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দক্ষিণ কিউশু অঞ্চলের কাগোশিমা, কুমামোতো, মিয়াজাকির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। কাগোশিমা অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছ🌜ে জাপানার আবহাওয়া বিভাগ।

গত ২০ বছরে জাপান বেশ কয়েকটি বড় ধরনের টাইফুনের মোকাবিলা করেছে। এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি😼 হয়েছে দেশটিতে। ২০১৮ সালের বর্ষায় ভূমিধস ও ঝড়ে ২০০ জনের বেশি প্রাণহানি হয়। ২০১৯ সালে টাইফুন হাগিবিস জাপানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়লে মারা যায় শতাধিক মানুষ।