প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২২ ডিসেম্বর) ভোরে এ ভূমিকম্প অনুভূত ꦺহয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্🎐তা সংস্থা রয়টার🌄্স।
জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গ꧙ভীরে। ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি কর্তৃপক্ষ। তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।
ভানুয়াতু দ্বীপ দক্ষিণ প্রশඣান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের ওপর 𝔉অবস্থান করায় এখানে প্রায় ভূমিকম্প আঘাত হানে।
এর আগে গত ১৭ ডিসেম্বর এই দ্বীপে ৭ দশমিক ৪ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে প🅷শ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ🦹্বস্ত হয়।
[107340]
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী পোর্ট ভিল🍸া থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।