১৯৮৬ সালের নভেম্বর মাসে লেখা রানি এলিযাবেথের একটি চিঠি সংরক্ষিত আছে অস্ট্রেলিয়ায়। চিঠিটি গোপন থাকব🎶ে ২০৮৫ 🎐সাল পর্যন্ত।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম জানায়, সিডনির জনগণকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছিলেন রানি। বর্তমানে দেশটির এক ঐতিহাসিক ভ💟বনে সংরক্ষিত আছে সেটি।
এখন পর্যন্ত কেউই জানে না সেখানে কী লেখা আছে, এমনকি রানির ব্যক্তিগত কর্মীও না। একটি কাঁচ🐈ের বাক্সে চিঠিটি সংরক্ষিত আছে। চিঠিটি খুলবেন ২০৮৫ সাল♔ে কর্মরত সিডনির মেয়র।
ভবিষ্যৎ সেই মেয়রের উদ্দেশ্যে রানি লিখেছেন, “২০৮৫ সালের কোনো সুপ্রসন্ন এক দিনে আপনি এই🌳 খামটি খুলবেন। সেদিন আমার লেখা কথাগুলো আপনি সিডনির জনগণের কাছে পৌঁছে দেবেন।”
এই নির্দেশনার নিচেই ছোট করে আছে রানির স্বাক্ষর।
রানি এলিযাবেথ তার মেয়াদে ১৬ বার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার মানুষদের পছন্দ করতেন এবং বিনিময়ে তারাও রানির জন্য রেখেছে অফুর🌃ান ভালোবাসা। রানির মৃত্যুর পর সিডনির আইকনিক অপেরা হাউজে তাকে সম্মান জানানো হয়।
রানিকে অস্ট্রেলিয়ার🌸 প্রধান রাখা হবে কি না এই প্রশ্নে ১৯৯৯ সালে ভোট হয়েছিল দেশটিতে। ভোটাররা রানিকে রাখার পক্ষেই ভোট দিয়েছিলেন।