ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক রানি এলিজাবেথের মৃত্যুতে শোক পালন করছে গোটা বিশ𝄹্ব। অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস থেকে শুরু করেജ দুবাইয়ের বুর্জ খলিফাতেও রানী এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ব্রাজিলেরꦜ রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যে রাণী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যের পতাকার রঙে লাল, নীল এবং সাদা রঙে আলোকিত করা হয়।
🌟সিডনি অপেরা হাউজেও রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি দেখা গেছে।
রানী দ্বিতীয় এলিজাবেথের সাদাকালো ছবিতে ♎চিরবিদায় জানিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা।
টরন্টোতে ব্♓রিটিশ গায়ক এলটন জন একটি কনসার্টে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাণী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে বেগুনি ও রূপালী আলোয় আলোকিত করা হয় যুক্তরাষ্ট্রের 𒁏নিউইয়র্কের এম্পায়ার স্টেট ভবন।
বৃ💖হস্প♎তিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তার মৃত্যুতে শোকাহত হয়েছেন।