বাকিংহাম প্রাসাদে পৌঁছেছেন নতুন রাজা ও রানি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৮:৩২ পিএম

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্রাসাদে পৌঁছেছেন। বিবিসি জানায়, নতুন রাজা হিসেবে শুক্রꦯবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় প্রথমবারের মতো জা🐷তির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

প্রাসাদে পৌঁছেছে♛ন নতুন রানি ক্যামেলিয়াও। লন্ডনে ফিরে ত🐈ারা প্রাসাদের বাইরে অবস্থানরত জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিবিসি জানিয়েছে, রানির শেষকৃত্য আয়োজন এবং রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ🍬্রহণ উপলক্ষ্যে নেওয়া ১০ দিনব্যাপী পূর্বপরিকল্পনার অংশ হিসജেবেই ভাষণ দেবেন চার্লস।

বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১১.০০ টায় দেখা যাবে ভাষণটি।
 

আরও সংবাদ