বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল প্রা🍒সাদে ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে।
এদিকে রানির মৃত্যুর ♒পরপরই ব্রিটেনের নতুন রাজ হয়েছেন চার্লস। দ্বিতীয় এলিজাব🤪েথের বড় ছেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হন।
চার্লস ব༺র্তমানে স্কটল্যান্ডের বালমোরালে আছেন। আজ সেখান থেকে লন্ডনে ফিরে ভাষণ দেবেন তিনি। পরে রেকর্ড করা ভᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাষণটি সম্প্রচার করা হবে।
বিবিসি জান🍌িয়েছে, রানির শে🐠ষকৃত্য আয়োজন ও রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ্রহণের জন্য ১০ দিনের যে পূর্বপরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবেই ভাষণ দেবেন চার্লস।
নতুন রাজা চার্লস আজ দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সাক্ষাৎ দেবেন। তার সঙ্গে প্রথম দর্শনার্থীদের সামনে আসবেন। সিংহাসনে আরোহণ ও ম🦋ায়ের শেষকৃত্যের বিস্তারিত আয়োজনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাক্ষাৎ দেবেন চার্লস।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে য๊ুক্তরাজ্য সরকার ১০ দিনের আনুষ্ঠানিক শ্রদ্ধা কর্মসূচি পালন করবে। ১০ দিন পর লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।