বাঘ ধরতে ৩০০ সদস্যের দল গঠন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০২:০৩ পিএম

ভারতের কর্ণাটক অঙ্গরাজ্যে একটি চিতা বাঘ ধরতে ৩০০ জনকে নিয়োগ করা হয়েছে। বিবিসি জানায়, ২৭ দিন টানা চেষ্টা করার পরও ধরা🔯 যাচ্ছে না বাঘটিকে।

গত ৫ আগস্ট দক্ষিণ কর্ণাটকের বেলগাউম শহরে প্রথমবারের মতো ꦿবাঘটিকে দেখা যায়। সেদিনই একজনকে আক্রমণ করে সেটি। ওই ব্যক্তি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যা🍸ন।

স্থানীয়রা জানান, সেদিনের পর শ🐓হরের গলফ মাঠ এলাকায় বেশ কয়েকবার দেখা গেছে বাঘটিকে। ফলে ꦉআতঙ্কে আছেন তারা।

বাঘটিকে উদ্ধার করে বনে ফিꦉরিয়ে দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ৩০০ সদস্যের একটি দল গঠন করেছে কর্ণাটকের বন বি꧙ভাগ। দলে পশু চিকিৎক ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞসহ আছে শার্প শুটারও। তবে এখন পর্যন্ত কোনো সফলতা আসেনি।

এ ঘটনায় বিজেপি শাসিত প্রদেশটির বনমন্ত্রী উমেশ কাট্টির পদত্যাগ দাবি করেছেꦅ বিরোধী দল। কাট্টি বলছেন প্রয়োজন হলে তিনি তা-ও করবেন, তবে বাঘটিকে ধরা হবে।

চিতা বাঘ সাধারণত লোকালয়ে আসে না। তবে গত কয়েক বছর ভারতের বিভ🃏িন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে এদের আনাগোনা 🧸বেড়েছে। 

আরও সংবাদ