ক্যালিফোর্নিয়ার দাবানল ক্রমেই ‘ভয়ংকর’ আকার ধারণ করছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় ঘর ছেড়ে🌊 পালাচ্ছেন♏ হাজারো মানুষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প🦂্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির তথ্যমতে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। দাবানলে পুড়ে গেছে ২৭ হাজার ৮০০ একর জায়গা। স্থানীয়রা বলছেন, যেন ‘কেয়ামত’ চলে এসেছে। এখন পর্যন্ত ২ হাজারের বেশি স্থাপনা পুড়ে গেছে𒐪।
অ্যালেক গেলি🎐স নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে অক্সিজেনও নেই। শ্বাস নেওয়া যাচ্ছে না। শিশুরা বলছে, 𓆉আমরা ভীত, সূর্যের মতো চারপাশ লাল হয়ে আছে। আমরা ধোঁয়ায় শ্বাস নিতে পারছি না।”
[108549]
এর আগে স্থানীয় যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের অদূরে একাধিক স্থান থ﷽েকে শুরু হয় এই দাবানল। এরপর তꦏা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়তে শুরু করে। দাবানল সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে শহরের অদূরের প্যাসিফিক পালিসাদেস ও উত্তর দিকের আলতাদেনা এলাকায়।