মিয়ানমারের রাখাইন রাজ্যে🎉র একট൲ি গ্রামে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে ৪০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফর💞াসি বার্তা সংস্থা এএফপিকে এ🤪 তথ্য জানিয়েছেন স্থানীয় একজন উদ্ধারকর্মী ও একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
এর আগে গত কিছুদিন ধরেই রাখাইনে উত্তেজনা বাড়ছিল। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রাজ্যটির নিয়ন্ত্রণে নিয়েছিল এবং এই অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল। গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতোমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের💜 সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী।
[108678]
২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অ𝕴ং সান꧙ সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে মিয়ানমারে। এরপর থেকে দেশজুড়ে জান্তাবিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়।