শিলাবৃষ্টির আঘাতে শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৭:৫২ পিএম

বিশাল এক শিলার আঘাতে স্পেনে মারা গেছে ২০ মাস বয়সের এক শিশু। বিবিসি জানায়, প্রায় ১০ মিনিౠট ধরে বয়ে চলা প্রচণ্ড ঝড়ের সময় শিলাটি ওই শিশুর মাথায় পড়ে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় স্পেন𓂃ের জিরোনা অঞ্চলে আঘান হানে ভয়াবহ শিলাবৃষ্টি।

শিলার আঘাতে আহত হয়েছেন প্রায় ৫০ জন। কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে। ৪ ইঞꦺ্চি ব্যাসের এক একটি শিলার আঘাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটি। বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ সরবরাহ।

এই ঘটনাಞয় কাতালোনিয়ার প্রেসিডেন্টꦗ দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে শহরটির কাউন্সিলর বলেন, “শিলাবꦰৃষ্টি চলেছিল মাত্র ১০ মিনিট। কিন্তু এই ১০ মিনিটেই পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে।”

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ২০০২ সালের𓂃 পর এই অঞ্চলে এটিই ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত। এর থেকেও শক💛্তিশালী ঝড় হওয়ার সম্ভাবনা আছে।

তাদের মতে মার্চ-সেপ্টেম্বরে এমন শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে এবার ভূমধ্যসাগরের তাপমাত্রা অন্যান্য সময়ের তুলনা꧋য় বেশ গরম। ধারণা করা হচ্ছে এ কারণেই হঠাৎ করে এমন ভয়ংকর রূপ নিচ্ছে প্রকৃতি।

 

আরও সংবাদ