তাইওয়ানকে ১১০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৪:২০ পিএম

চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার উদ্যোগ🌊 নিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের অনুমোদন পেতে খুব শিগগিরই প্রস্তাব বেশ করবে বাইডেন প্রশাসন।

সংবাদমাধ্যম পলিটি꧑কো জানিয়েছে, এই চালানে থাকবে ৬০টি জাহাজ বিধ্বংসী এবং ১০০টি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রসামগ্রী।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার এই প্রস্𓆉তা𒈔ব অনুমোদন করতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলকেই সম্মত হতে হবে।

প্রস্তাবটি পাস 🐓হওয়ার জোর সম্ভাবনা থাকলেও কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফররের পরেই বেপরোয়া আচরণ🌳 শুরু করে চীন। আশঙ্কা করা হচ্ছে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তির প্রয়ো♓গ করতে পারে দেশটি।

তবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো তাইওয়ানে গণতন্ত্র টিকিয়ে রাখতে শক্ত অবস্𝔍থান নিয়েছে।

এ মাসের শুরুতে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া করে চীন। তাইওয়ান প্রণালীতে চীনের কর্মকান্ডকে ‘সামরিকায়ন’ হিসেবে আখ্যা দেয় ভারত। শ্রীলঙ্কার 🌊ভারত🍒ীয় হাইকমিশনের দেওয়া বক্তব্যে এই শব্দ ব্যবহার করা হয়।