মন্ত্রীর ‘বান্ধবী’র বাড়িতে ৫০ কোটি রুপি, ৬ কেজি সোনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ০৪:১৯ পিএম

দুর্নীতির দায়ে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জব্দ করেছে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। আরও উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রা, ২০টি মোবাইল ফোন✨সহ প্রায় ৫ কেজি ওজনের স্বর্🦂ণের গয়না। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

হিন্দুস্তান টাইমসের তথ্যম🍌তে দুই ফ্ল্যাট মিলিয়ে নগদ অর্থের পরিমাণ প্রায় ৫০ কোটি রুপির গণ্ডি ছুঁয়েছে। সেইসঙ্গে সোনার বারসহ প্রচুর গয়না উদ♓্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হও♏য়া সম্পদের মধ্যে তিনটি সোনার বার (প্রতিটির ওজন এক কেজি) রয়েছে। সেইসঙ্গে সোনার হার, সোনার আংটি, ছয়টি কঙ্কন (প্রতিটির ওজন ৫০০ গ্রাম) ও বিভিন্ন রকম গয়না উদ্ধার করেছে ইডি। সোনার কলম, সোনার ফোটোফ্রেমও উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

পুলিশের জে𒊎রায় অর্পিতা মুখোপাধ্যায়ღ দাবি করেছেন, দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি রুপির পুরোটাই পার্থ চট্টোপাধ্যায়ের।