৩৯ বারের চেষ্টায় গুগলে চাকরি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৪:৫৬ পিএম

২০১৯ সালের আগস্টে প্রথমবার গুগলে আবেদ🐟ন করেছিলেন টাইলার কোহেন। এর পর ৩৮ বার তার আꦜবেদন নাকচ করে প্রতিষ্ঠানটি।

অবশেষে গত ১৯ জুলাই তার নিয়🎃োগ চূড়ান্ত করেছে টেক জায়ান্ট গুগল। ৩৯ বারের চেষ্টায় নিজের স্বপ্নের চাকরি পেয়েছেন এই ব্যক্তি।

সান ফ্রান্সিসকোর বাসিন্দা কোহেন এর আগে ডোরড্যাশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাসোসিয়েট ম্যানেজার হিসাব⛄ে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুগলকে পাঠানো নিজের সমস্ত চাকরির আবেদনের ইমেইল স্ক্রিনশটসহ শেয়ার করেছেন তিনি।

অনলাইনে তার গল্প অনুপ্রাণিত করছে অসংখ্য মানুষকে। লিঙ্কডই🔯ন পোস্টে কহেন বলেন, “অধ্যবসায় ও উন্মাদনার মধ্যে একটি সূক্ষ্ম যোগাযোগ রয়েছে। আমি এখনও খুঁজে বের করার চেষ্টা করছি যে আমার মধ্যে কোনটি আছে।”

এনডিটিভিতে প্রকাশিত কোহেনের ইমেইলের 💮স্ক্রিনশট থেকে দেখা যায় ২০১৯ সালে প্রথমবার আবেদন করেছিলেন টাইলার কোহেন। প্রথমেই তার আবেদন প্রত্যাখ্যান করা হয়।

তবে হাল ছেড়ে দেননি তিনি। পরে আরেকট🐎ি পদের জন্য দুইবার আবেদন ক🍌রেন। এবারও তা নাকচ করে গুগল।

মহামারি চলাকালীন ২০২০ সালের জুনে আবারো গুগলে চাকরির জন্য আবেদন করা শুরু করেন তিনি। শেষ পর্যন্ত গত ১৯ জুলাই গুগল তার আবেꦍদন গ্রহণ করে।

কোহেনের এমন কৃতিত্ব দেখে মুগ্ধ নেটিজেনরা। সামাজিক মাধ্য♔মে তার পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। কমেন্টে তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।