বাড়তি নিরাপত্তার জন্য মমতাকে কারাগারে পাঠানোর পরামর্শ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০৫:৪১ পিএম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উ🎐ঠেছে। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দাবি মমতাকে হত্যার পরিকল্পনা ছিল ওই ব্যক্তির।

এ ঘটনায় মুখ🌊্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর দাবি জা🌸নিয়েছেন অনেকেই। যদিও বিরোধীরা বলছেন পুরো ঘটনাটিই সাজানো নাটক। 

এদিকে বিরোধী দল সিপিআইএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্ꦗটাচার্য এ নিয়ে মমতাকে উপহাস করতেও ছাড়েননি।

মঙ্গলবার হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বাড়তি নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীকে কারাগারে পাঠানো🔯র পরামর্শ দেন বিকাশরঞ্জন।

তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এত ঝামেলা করে লাভ 🅰কী? ওনাকে সেন্ট্রඣাল জেলে রেখে দেওয়া হোক।”

বিকাশ আরও বলেন, “শুনছি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচি🐽ল উঁচু হবে। সামনে বাম্পার বসবে। এসব করলে ওখানকার বাসিন্দাদের সমস্যা হতে পারে। বরং সেন্ট্রাল জেলে একটা সুন্দর ঘর বানিয়ে মুখ্যমন্ত্রীকে সেౠখানে রাখা হোক। উনিও সুরক্ষিত থাকবেন, জনতার করের টাকাও বাঁচবে।”

মুখ্যমন্ত্রী কোনো বিষয়ে ফেঁসে গেলেই প্🗹রাণ সংশয়ের বাহানা তুলে বাঁচা✤র চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন এই নেতা।