মমতার বাড়িতে রড নিয়ে ঘুরছিলেন অনুপ্রবেশকারী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৫:৪০ পিএম

শনিবার রাত ১টার দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়েন এক অজ্ঞাত ব্যক্ত🍌ি। সকালে তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশ।

এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। এরই মধ্যে সোমবার গোয়েন্দারা জানান, আটকের সময় ঐ অনুপ্রবেশকারীর কাছে উদ্ধার হয়েছে একটি লোহার রড। জামার ভেতর সেই রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন হাফিজুল মোল্লা নামের ঐ ব্🍌যক্তি - এমন দাবি করেছেন তদন্তকারীরা।

কড়া নিরাপত্তার মাঝেꩵ কী করে তিনি নিরাপত্তারক্ষীদের ধোঁকা দিলেন সেটাই জানতে পারেনি পু❀লিশ। ধারণা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বা তার পরিবারের কোন সদস্যের ক্ষতি করার উদ্দেশেই লুকিয়ে বাড়িতে ঢুকেছিলেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার তাকে জেরা করেন গোয়েন্দারা। তাকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে🗹র রাখার নির্দেশ দিয়েছেন বিচারক🌠।

অন্যদিকে হাফিজুল মোল্লার পরিবারের দাবি, সে মানসিক ভারসাম্যহীন। তার আইনজীবীর দাবি, মুখ্যমন্ত্রীর বাড়িকে লালবাজার ভেবে ভেতর🥀ে ঢুকেছিলেন তিনি।