ভয়াবহ বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সিডনি ছাড়তে নির্দেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০৯:২৪ পিএম

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার প্রকোপে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলের এ💮লাকাগুলোতে বন্যার আশঙ্কায় হাজার হাজার বাসিন্দাকে নিরপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হ🥀য়েছে।

সিএনএন জানায়, নিউক্যাসল থেকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের বেটম্যানস বে পর্যন্ত পূর্ব উপকূল পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও বরাবর আকস্মিক বন্যার ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির তীব্রতা বেশি হলে ভূমিধসেরও আশঙ্কা করাﷺ হচ্ছে।

নিউ সাউথ ওয়েলস জরুরী দুর্যোগ বিষয়ক মন্ত্রী স্টেফ কুক টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, “আমরা একসঙ্গে একাধিক বিপদের সম্মুখীন হয়েছি। নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও উপকূলীয় অঞ্চলে ভাঙন সব একসঙ্গে শুরꦇু হয়েছে। এটি সত্যিইꦚ প্রাণঘাতী জরুরি অবস্থা।”

রোববার ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি পড়েছ🅘ে অনেক এলাকায়। কোথাও কোথাও তা ৩৫০ ⛎মিলিমিটারের ছাড়িয়ে গেছে। নেপিয়ান নদীর তীরবর্তী এলাকাতেও বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের কারণে সিডনির প্রধান বাঁধটি অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।