পশ্চিমবঙ্গে ৭০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে স্কুল বাস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৯:৩৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহতে দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্কুল বাস। ভারতীয় সংবাদ🌊মাধ্যমের খবরে জানা গেছে, ছুটির পর ৭০ জন শিক্ষার্থী নিয়ে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে 🧜যায়।

দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে মালদহ মꦗেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে নয়ানজুলিতে স্কুল থেকে মাত্র ২০০ মি🎃টা▨র দূরে গিয়েই বাসটি উল্টে যায়। এসময় পুলিশের সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করেন।

মালদহের ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায় মালদহ মানিকচক রাজ্য সড়কের ওপ🧸র এই দুর্ঘটনা ঘটে। আ꧒হতদের অনেকেরই হাত-পা ও মাথায় আঘাত লেগেছে।

স্থানীꦑয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এটি মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ꦜের স্কুলবাস। হতাহতরা সবাই পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী।

কীভাবে এই দুর্ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, হুট করেই নিয়ন্ত্রণ 🍒হারিয়ে বাসটি উল্টে যায়। এ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা পুলিশ।