বাংলায় শোনা যাবে হজের খুতবা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০২:৪৫ পিএম

ইসলাম ধর্মাবম্বীদের গুরুত্বপূর্ণ দিন পবিত্র হজের সময়ে দেওয়া আরাফাহ দিবসের খুতবা। এবার বাংলাসহ ১৪টি ভღাষায় হজের খুতবা প্রচার ও প্রকাশ করা হবে। সর্বাধিক সম্ভাব্য শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।

আরব নিউজ বলছে, শুক্রবার (৮ জুলাই) আরাফাহ দিবসে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হবে। আরবিতে দেওয়া মূল খুতবার পাশাপাশি সৌদি আ𒁏রবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্পꦚ্রচার করা হবে।

গত বছর ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কি ও হাউসা ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিল। এবার সেꦓ তালিকায় নতুন করে যুক্ত হওয়া চার ভাষা হচ্ছে স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল🧜।

দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি আবদুল রহমান আল-সুদাইস বলেন, সৌদি নেতৃত্ব মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিষেবার উন্নয়নে অন্তহীন সহায়তা দিচ্ছে। আরাফাহ দিবসের খুতবার লাইভ অনুবাদ পঞ্চম 👍বছরে পদার্পণ করছে। এই লাইভ অনুবাদ প্রকল্প সহিংসতা, চরমꩵপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয়।

তিনি আরও বলেন, এই খুতবা প্রাথমিকভাবে দুটি ভাষায় অনুবাদ করা হয়েছিল। পরে পর্যায়ক্রমে ৫ ও ১০টি অনুবাদ করা হয়। সেই ๊ধা🎃রাবাহিকতায় এবার ১৪টি ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হবে।

আল সুদাইস বলেন, অনুবাদ প্রকল্পটির লক্ষ্য হলো বিশ্বকে🍒 ন্যায়পরায়ণতা, ন্যায়বিচার, সহনশীলতা ও মধ্যপন্থী ইসলামের বার্তা 🎀পৌঁছে দেওয়া। মানবাধিকার ও ইসলামের শিক্ষার পাশাপাশি মহানবী (সা.) বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা দূর করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সবশেষ ২০১৯ সালে পবিত্র হজ পালনে সৌদিতে জড়ো হয়েছিল সাড়ে ২৫ লাখ মুসল্লি। সে বছর ♔শুরু হয় করোনা মহামারি। এরপর কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২০২০ সালে মাত্র এক হাজার মুসল্লি নিয়ে হজের আয়োজন করে সৌদি সরকার। মহামারির কারণে দুই বছর বন্ধ ছিল হজের আয়োজন। এরপর ২০২২ সালে ফের বিদেশি হজযাত্রীদের স্বাগত জানাচ্ছে সৌদি আরব।

দেশটির হজমন্ত্রী মোহাম্মাদ আল-বিজাওয়ী রাষ্ট্র পরিচালিত টেলিভিশন আল-এখবারিয়াকে বলেছেন, ‘মহামারির কারণে দুই বছরের বাধার পর দেশের বাইরে থেকে অতিথ💧িদের গ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত।🅺’

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এর আগে জানায়, এই বছরের হজে অংশ নেবেꦆ ১০ লাখ মানুষ। এর মধ্যে বিদেশিদের জন্য অনুমতি দেওয়া হবে ৮৫ শতাংশ, যার মানে ৮ লাখ ৫০ হাজার। আর দেশীয় হজযাত্রী থাকবেন ১💮 লাখ ৫০ হাজার।

এবারের হজে বিদেশি হজযাত্রীদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ৬৫ বছরের ব🐷েশি বয়সীদের অনুমতি না দেওয়া। যারা হজে অংশ নেবেন তাদের অবশ্যই করোনা প্রতিরোধী দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে।