পশ্চিমবঙ্গে মহানবীকে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভে আটক ২০০

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২২, ০৮:০৯ পিএম

গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে মহানবী (স.)-কে নিয়ে ব𒐪িজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ চলছে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গেও বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন মুসল্লিরা।

তবে🐼 পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার জেরে বিক্ষোভকারীদের দমনে কঠোর হয়েছে প♔্রশাসন। সোমবার সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিম জানান, নিরাপত্তা বাহিনীকে বিশৃঙ্খলা দমনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তেজনা থামাতে বিভিন্ন জায়গায় টহলদারি চালাচ্ছে পুলিশ।

গত কয়েকদিনের সহিংসতায় জড়িতদে🌞র বিরুদ্ধেও আইনি নিয়েছে রাজ্য পুলিশ। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এ পর্যন্ত বি𓃲ক্ষোভের জেরে মোট ৪২টি মামলা দায়ের হয়েছে।

এর মধ্যে ১৭টি এফআইআর দায়ের হয়েছে হাওড়াতেই𓃲। অবরোধ, ভাঙচুর, পাথর ছোঁড়া ও আগুন লাগানো𓃲র ঘটনায় আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছে পুলিশ।

এছাড়াও⭕ এসব ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ২𒊎০০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাজা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

সংবাদ সম্মেলনে কাউকে গুজব না ছড়াতে ও সংবাদমাধ্যমকে ভুল তথ্য প্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। নাকাশিপাড়ায় সহিংসতার ঘটনায় তদন্ত শুরুর কথꦍাও জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।