অ্যাপে মিলবে ওমরাহ হজের ভিসা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৪:২০ পিএম

ওমরাহ পালনে🌠র পরিকল্পনাকারী হজ যাত্রীদের জন্য একটি ইলেকট্রনিক ভিসা অ্যাপ চালু করেছে সৌদি আরব। এখন থেকে ‍‍`ই-ওমরাহ‍‍` নামে অ্যাপের মাধ্যমে ভিসার জন্য আবেদন করা যাবে। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে ভিসা।

গালফ নিউজ🌠 বলছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফি🌠ক আল রাবিয়াহ ইলেক্ট্রনিক-ওমরাহ ভিসা অ্যাপ চালুর ঘোষণা দেন।

হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ বꦬলেন, “এই অ্যাপে আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভিসা জারি করা হবে। অ্যাপটি তীর্থ যাত্রীদের বাসস্থান খুঁজে পেতে ও পরিবহন ব্যবস্থায় সহায়ক হবে।”

তিনি আরো বলেন, “ওমরাহ ভিসার বৈধতা এক থেকে তিন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। ওমরাহ🌠 পালন করতে মানুষ কোনো বিধিনিষেধ ছাড়াই সৌদির অন্যান্য শহরে ভ্রমণ করতে পারবেন।”

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এর আগে জানায়, এই বছরের হজে অংশ নিবে ১০ লাখ মানুষ। এরমধ্যে বিদেশিদের🔜 জন্য অনুমতি দেওয়া হবে ৮৫ শতাংশ, যার মানে ৮ লাখ ৫০ হাজার। আর দেশীয় হজযাত্রী থাকবেন ১ লাখ ৫০ হাজার।

এবারের হজে বিদেশি হজযাত্রীদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ৬৫ বছরে🍌র বেশি বয়সীদের অনুমতি না দেওয়া। যারা হজে অংশ নিবেন তাদের অবশ্যই করোনা প্রতিরোধী দুই ডোজ টিকা দেওয়া থা✅কতে হবে।