ইসরায়েলের হামলার ‘উপযুক্ত’ জবাব দেবে হিজবুল্লাহ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১২:০৯ পিএম

গত কয়েক বছর🃏ের মধ্যে এই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জানাল লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। এক বিবৃতিতে দলটি জানায়, ইসরায়েলের যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত আ♍ছে তারা।

আল-জাজিরা জানায়, চলতি সপ্তাহে𒆙 লেবানন সীমান্তে হামলার পর ইসরায়েলি বিমান হামলার ‘উপযুক্ত’ ও ‘মোক্ষম’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ🔯 প্রধান হাসান নসরুল্লাহ।

বৃহস্পতিবার লেবাননের মাটিতে প্রথমে বিমান হামলা ♚চালায় ইসরায়েল। জবাবে পরদিন ইসরায়েলে ফের রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

নসরুল্লাহ আরও বলেন, “আমরা শত্রুদের বলতে চাই, ল♌েবাননে ইসরায়েলের যেকোনো বিমান হামল𝕴ার বিমান বাহিনীর জবাব আমরা দেব। কারণ, আমরা আমাদের দেশ রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ।”

ইসরায়েলের হামলাকে ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করলেও, হিজবুল্লাহ যুদ্ধে জড়াতে চায় না বলꦆে উল্লেখ করেছেন তিনি।

ইসরাইলকে সতর্ক করে নসরুল্লাহ বলেন, “আমরা যুদ্ধের জড়াতে চাই না এবং♏ যুদ্ধ শুরু করতেও আগ্রহী না, কিন্তু আমরা সব সময়ই যুদ্🌸ধের জন্য প্রস্তুত আছি।”