কোটিপতি বেড়েছে পাঁচ শতাধিক, পথে বসছে ২৬ কোটি মানুষ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২২, ০৬:৫১ পিএম

২০২০ সালে মহামারি শুরু হওয়ার♎ সময়ের চাইতে ২০২২ সালের মার্চ মাসে বিশ্ব෴ে বিলিয়নেয়ার বা শতকোটি ডলার মূল্যের সম্পদের মালিকের সংখ্যা বেড়েছে ৫৭৩ জন।

আপরদিকে ২০২২ সালে এর🐎ই মধ্যে ২৬ কোটি ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়েছেন। সোমবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি জাꦛনায়, বিলিয়নেয়ারদ﷽ের এখন সম্মিলিতভাবে মোট সম্পদের পরিমাণ ১২ লক্ষ কোটি ডলার। যা বিশ্ব মোট উৎপাদিত পণ্যের প্রায় ১৪ ভাগের মূল্যের সমপরিমাণ।

অক্সফামের পরিসংখ্যান মতে, ম🍎হামারি চলাকালীন প্রতি ৩০ ঘন্টায় একজন ব্𝐆যক্তি বিলিয়নিয়ার হচ্ছে বলেও জানিয়েছে অক্সফাম। আর একই হারে প্রায় ১০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়ছে।

২২ মে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোন💯মিক ফোরামের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সোমবার প্রথম দিনে সংক্ষিপ্ত বিবরণ আকারে এই পরিসংখ্যান প্রকাশিত হয়। এতে ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান হারে মূল্যস্ফীতি, বৈষম্ꦍয আর খাদ্যের মূল্যে বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।