ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ৪৩ বন্দি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২২, ০৯:৪০ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গার খবর পাওয়া গেছে। দেশটির পাবলিক প্রসিকিউটর জানান, দ🅘াঙ্গায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হ🐓য়েছেন।

রাজধানী কুইট🐓ো থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে সান্তো ডোমিঙ্গো দে লস কলোরাডোসের একটি কারাগারে এ ঘটনা ঘটে। সে♏খানে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপ লস লোবোস ও আর সেভেনের মধ্যে লড়াই থেকে দাঙ্গার সূত্রপাত হয়।

দীর্ঘদিন ধরেই ইকুয়েডর সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে কারাগারের দাঙ্গা মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির কিছু অংশ জরু𒐪রি অবস্থার জারি রয়েছে।

বেল্লাভিস্তার কারাগারটিতে দাঙ্গা চলাকালীন অন্তত ১১২ জন বন্দি পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। স্থানীয় টেলিভিশন স্টেশন 🤪টেলিমাজোনাস এই খবর জানিয়েছে।

এছাড়া দাঙ্গায় আরও আহত🐲 হ༺য়েছে অনেকজন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

কারাগারের বাইরে থেকে তোলা ছবি♍তে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় বন্দিদের ট্রাক থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। দাঙ্গার খবর ছড়িয়ে পড়ার পর বন্দিদের অনেক আত্মীয়-স্বজন কারাগারের বাইরে জড়ো হয়। কারাবন্দি স্বজনদের খবরের পেতে ⛦অপেক্ষা করছেন তারা।