জাপানে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২২, ১২:১২ পিএম

জি সেভেন অর্থনৈতিক জোটের সিদ্ধান্তের🦂 সঙ্গে একাত্মতা জানিয়ে ‘নীতিগত’ অবাস্থান থেকে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও🌠 কিশিদা এক ভাষণে এই কথা জানান।

কিশিদা জানান, ইউক্রেনে রা♊শিয়ার আগ্রাসন মোকাবেলায় টোকিও জি সেভেন জোটের সদস্য হিসেবে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করবে। রোববার জি সেভেন নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।♍ 

জাপান সরকারের প্রকাশিত একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী কিশিদা আরও বলেন, “জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল একটি দেশের জন্য এটি খুব কঠিন সিদ্ধান্ত। তবে বর্তমান সময়ে জি সেভেন জোটের ঐক্যবদ্ধ থাকাটা স🍃বচেয়ে জরুরি।”

জাপানের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এর পঞ্চম বৃহত্তম সরবরাহকারী দেশ রাশিয়া। তবে ইউক্রেনে রাশিয়ার𒐪 আক্রমণ ও এর পরিণতি থেকে বাঁচতে রাশিয়ার প্রেসিডেন✤্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে পশ্চিমা জোট।

তাই জি সেভেনভুক্ত দেশগুলো রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ বা পর্যায়ক্রমে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার সর্বশেষ প্💙রচেষ্টা এটি।